সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধাদের আলোচনা 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীতে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধাদের আলোচনা 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে দল মতের ঊর্ধ্বে থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে আলোচনা সভা করেন।

রোববার (১৮ আগস্ট) অস্থায়ী মুক্তিযোদ্ধা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী মাস্টারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আ. মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাও. আব্দুল মান্নান, আবদুল হাই মাস্টার, সিরাজুল ইসলাম, ইয়াহিয়া, আবদুল মান্নান ও আবদুল হাই প্রমুখ। 

এদিক বক্তারা ক্ষোভ  প্রকাশ করে বলেন, বিগত সময়ে যারাই সরকারের এসেছে সবাই মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছে। তাই ভবিষ্যতে মুক্তিযোদ্ধারা নিরপেক্ষ থাকবে বলে প্রতিশ্রুতি দেন এবং সামপ্রতিক সময়ে দুর্বৃত্তদের হামলায় মুক্তিযোদ্ধা অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এটার সংস্কারের দাবিও জানান তারা।

টিএইচ